রবিবার, ২৮ মে ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন

জীবন সংক্রান্ত-সুশান্ত নন্দী : পশ্চিমবঙ্গ, ভারত

জীবন সংক্রান্ত-সুশান্ত নন্দী : পশ্চিমবঙ্গ, ভারত

জীবন সংক্রান্ত
প্রকাশক: পাতা প্রকাশ
লেখক: জাকির আহমদ
রংপুর, বাংলাদেশ

সূচরিতাসু,
‘ঘাতক’ বুকে কে যেন আনমনে এঁকে দিয়ে যায় করোনার চিহ্ন। তবুও আতর ছড়ানো বুকে ‘হেমন্তের বিকেল’ আসে কবিতায়। জীবনের ‘পাসওয়ার্ড’ এঁকেছো শব্দ কল্পে। ‘জীবন’ এর সিঁড়ি বেয়েই ‘ফেরা’ প্রতিটি পর্বে। পথে যেতে যেতে দেখা হয়ে যায় ‘অসময়ের কাব্য’র সাথে। এভাবেই ‘স্মৃতিরা ফিরে আসে’ ‘নোনাজল’ গায়ে মেখে। তবে ‘রাজহাঁসের জীবন চাই’ এ প্রশ্ন কেন? ‘বসন্ত’ পেরিয়ে ‘জীবনের ধারাপাত’ এঁকেছো ‘সময়’ এর সারণিতে। তুমি কি সুন্দর ‘সমান্তরাল জীবনের খোঁজে’ বেরিয়ে পড়েছো। সুন্দরের দিকে তাকিয়ে বলছো ‘ফিরে এসো’ মানুষ।’বিষাদ’ ছুঁলে বারবার ‘অনিয়ম’ হয়ে যায় । জানো প্রিয়, কখনো হারিয়ে যাই দূর সবুজে। ‘ফেরা হয় না গন্তব্যে’। ‘ভালো’র কি শেষ আছে কোনও! তার জন্য ‘অপেক্ষা’ করতে হয় ।’তুমি’ নিয়ে লেখা সিরিজে আগুন ছড়িয়েছো বলে ‘অহংকার’ এসে ফিরে গেছে। এই দেখো,এই জীবন সিরিজে আমার শব্দ বন্ধুরাও হাঁটছে একসাথে। ডারউইন বিবর্তন লিখেছিল বলে ‘এই বৈশাখে’ আমাদের ‘সম্পর্ক’ সেই পথেই হাঁটবে না তো! কবিতা মানবী, আমার ‘ফুল’ বাগিচার গালিচায় ‘এখন আর কবিতা লিখি না’। ‘বই’এ লেখা দ্বৈত চরিত্র এখন খন্ড খন্ড হয়ে চার টুকরো!তোমাকে নিয়ে রঙিন হওয়ার ‘ইচ্ছে গুলো’ ভালোবাসি। তাই কথা ছিলো কিছু। অথচ সেদিন দোল পরবে পলাশ কুড়োতে ‘আসোনি তুমি’। জানো অপরাজিতা, ‘বসন্ত’ এলে আমার সব ‘স্মৃতিরা ফিরে আসে’। আমি কি তোমার অন্তরে এখনো ‘নিষিদ্ধ মানুষ’? কিন্তু আমার হৃদয়ে ‘ভালোবাসা’ এলে তুমি দূরত্ব আঁকো কেন? ‘কষ্ট’, ‘শোক’, ‘অভিমান’, যে ‘খাতা’-য় লিখি; সেখানে ঘুম ঘোরে আচ্ছন্ন হয়ে থাকে শীত পর্ব। ‘কুয়াশা’-র মিছিলে তুমি বিজয় কেতন ওড়াবে বলে ‘দায়িত্ব’ নিয়েছি স্বেচ্ছায়। ‘অপেক্ষা’ করছি ভালোবাসার জন্য। ‘কথা’ ‘আড়াল’ হলে ‘নবান্ন’-র ঘ্রানও আর আহরিত হবে না ধান মাঠে।কেন বারবার বিবর্তনের কথা মনে হলে ‘বানর’এর মুখ ভেসে আসে ?জানো তুমি? তুমি ‘খোঁজ’ নিয়ে দেখো। তোমার কবিতা নিয়ে আমি ‘গল্প’ লিখি ‘ছেঁড়া কাগজ’-এ। এভাবেই অনেক ‘স্বপ্ন চুরি’ করে একটা জীবন থেকে ‘ফেরা’। বারবার হৃদয়ের মোহনায় উচ্চারিত হয় ‘ফিরে এসো’ ‘আবেগ’।আবারও বলি, ‘অনিয়ম’ হলে চিরতরে হারিয়ে যাবে ‘আমাদের জোছনা বিলাস’। এই ‘আকাঙ্ক্ষা’ রেখে আজ এই পর্যন্তই। ভালো থেকো প্রিয় রাত্রি। ভালো থেকো…
-আমি
পুনশ্চ: জীবন সিরিজ সত্যিই একটি অনুভবের সাথে আরেকটি অনুভব জুড়ে থাকা সৌন্দর্যের অধ্যায়। তা সম্পূর্ণ বলেই প্রতিটি শিরোনাম জুড়ে এই চিঠি। অসম্পূর্ণ হলে মেঘ পিয়নের এই চিঠিও হারিয়ে যেত অন্ধকারের ঠিকানায়। আমি ঠিক বলছি তো! এর উত্তর দেবার ভার থাক পাঠকদের হাতে।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge