শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৬:২১ অপরাহ্ন

হেলাল হাফিজকে যেন খুঁজে পেলাম! আবিদ করিম মুন্না

হেলাল হাফিজকে যেন খুঁজে পেলাম! আবিদ করিম মুন্না

হেলাল হাফিজকে যেন খুঁজে পেলাম!
আবিদ করিম মুন্না

ই-বুকের সাথে পরিচয় বেশিকালের নয়। বই পড়তে ছাপার অক্ষরেই ভালো লাগে। আলাদা একটা স্বাদ পাওয়া যায় তাতে। তারপরও করোনাকালে সবকিছুতে স্থবিরতা কাটিয়ে ওঠার একটা চেষ্টা যখন চলছে ঠিক তখনই প্রিয়জন জাকির আহমদের জীবনের প্রথম কবিতার বই ‘জীবন সংক্রান্ত’ মুঠোফোনে এক নিশ্বাসে পড়ে ফেললাম তারই জন্মদিনে শরতের এই বিকেলে রাজধানীতে বসে।

ই-বুক : জীবন সংক্রান্ত
ক্যাটাগরি : কবিতা
লেখক : জাকির আহমদ
প্রকাশকাল : ১৮ আগস্ট ২০২০
প্রকাশক : শাকিলা পারভীন পাতা প্রকাশ
সম্পাদনা : বাংলাবাড়ি
প্রচ্ছদ : চারু লস্কর
মূল্য : ১৮ টাকা

বইটির শিরোনামটিই বলে দেয় জীবনঘনিষ্ঠ বেশকিছু কবিতা তিনি লিখেছেন। আর কবিতা লেখাটা রপ্ত করেছেন বেশ দক্ষতার সাথে। ৭২টি কবিতায় সমৃদ্ধ। একনজরে প্রিয় পাঠকের জন্য শিরোনামগুলো-ঘাতক, হেমন্তের বিকেল, পাসওয়ার্ড, জীবন, ফেরা, দেখা, অসময়ের কাব্য, স্মৃতিরা ফিরে আসে, নোনাজল, রাজহাঁসের জীবন চাই, বসন্ত, জীবনের ধারাপাত, সময়-১, সময়-২, সময়-৩, সময়-৪, সমান্তরাল, জীবনের খোঁজে, গন্তব্য, ফিরে এসো, মানুষ, বিষাদ, অনিয়ম, ফেরা হয় না গন্তব্যে, ভালো, অপেক্ষা, তুমি-১, তুমি-২, অহংকার, বন্ধু-১, বন্ধু-২, বিবর্তন, এই বৈশাখে, সম্পর্ক, ফুল, এখন আর কবিতা লিখি না, বই, দ্বৈত চরিত্র, চার টুকরো, ইচ্ছেগুলো, ভালোবাসি, আসোনি তুমি, বসন্ত, স্মৃতিরা ফিরে আসে, নিষিদ্ধ মানুষ, কিন্তু, ভালোবাসা, দূরত্ব, কষ্ট, শোক, অভিমান, খাতা, শীত-১, শীত-২, কুয়াশা, বিজয়, দায়িত্ব, অপেক্ষা, ভালোবাসা, কথা, আড়াল, নবান্ন, বানর, খোঁজ, গল্প, ছেঁড়া কাগজ, ফেরা, স্বপ্নচুরি, আবেগ, ফিরে এসো, আমাদের জোছনা বিলাস, অনিয়ম এবং আকাঙ্ক্ষা।
কবিতাগুলো পাঠের সময় মনে পড়লো কবি হেলাল হাফিজকে। তাঁর লেখা কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ এবং ‘বেদনাকে বলেছি কেঁদো না’ যারা পড়েছেন তারা নিশ্চয়ই দুই থেকে চার বাক্যের কবিতাগুলো পাঠে তৃপ্ত হয়েছেন। জাকিরের কবিতাগুলো পাঠে সেই স্বাদটা আবার যেন বহুদিন পর ফিরে পেলাম।
বইটি নিয়ে খুব অল্পকটি বাক্যে তারই সহযাত্রী মজনুর রহমান দারুণ লিখেছেন। জীবনের নানাদিক তুলে ধরেছেন। কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো হাহাকার, কখনো আশা-অনেক কিছুই তাঁর কিবোর্ডে এসে ক্ষণে ক্ষণে ধরা দিয়েছে। প্রচ্ছদ আর নান্দনিক ইলাস্ট্রেশনে বেশ মুন্সিয়ানা আর আধুনিকতার পরিচয় দিয়েছেন চারু লস্কর। বেশকিছু ভুলত্রুটি রয়ে গেল যেটার মাত্রা অনেক কম। প্রিন্টেড ফর্মে পকেট বুক আকারে বইটি প্রকাশিত হোক আগামী বইমেলাতে। আর যারা ই-বুকটি প্রকাশে খেটেছেন সবার জন্য নিরন্তর শুভেচ্ছা। সাংগঠনিক দিক দিয়ে শুধু নয়; জীবনের নানাক্ষেত্রে পদচারণা যেখানে ঘটবে সেখানেই তিনি তার অনন্যতার প্রকাশ ঘটাবেন সেই আশিস রইলো। ১৯৮১ সালের ১৮ আগস্ট জন্ম নেয়া জাকির আহমদকে জন্মদিনে জীবনের প্রথম বই পাঠকের কাছে পৌঁছে দেবার জন্য প্রচুর অভিনন্দন।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge