কঙ্কন সরকার এর ৩টি ছড়া
১. খুকির ভাবনা
অাকাশ মেঘে টইটম্বুর
বৃষ্টি পড়ে টুপ,
টুনি ছানার ভিজতে দেখে
ইচ্ছে হলো খুব!
মা শুনে তো রাগল ভীষণ
ছোটর ভেজা মানা,
যুক্তি খুকুর টুনির মা ও
করে কী মা না না!
২. নদু বাবু
নদু বাবু কদু অাহা,
বলল যে, যদু,
যদি পাও এনে দিও
খেতে চায় বধু।
হবু রাজের গবু দেশে
ছুটল যে যদু
ফোলা বেলুন এনে বলে,
দেখো কী মধু!
৩. মেঘ বন্ধু
মেঘেরা বুঝি মায়ের সাথে
করেছে অভিমান!
তাইতো সে কাঁদছে ফুঁসে
সারা দিনমান!
কীসের তরে মায়ের রাগ
এত মেঘের সাথে!
চায় না খেতে মাছ দুধ কিবা
বই নেয় না হাতে?
অাজগুবি সব ভাবনাগুলো
দোল খায় বুঝি তোর?
মায়ের কথায় খুকি বলে-
জানো! মেঘ বন্ধু মোর!
Leave a Reply