জাকির আহমদ এর কবিতাগ্রন্থ (ই-বুক) জীবন সংক্রান্ত এর ভার্চুয়াল প্রকাশনা অনুষ্ঠান
বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ এর কবিতাগ্রন্থ (ই-বুক) জীবন সংক্রান্ত এর ভার্চুয়াল প্রকাশনা অনুষ্ঠান মঙ্গলবার রাত ৮টায় অনুষ্ঠিত হয়েছে। এতে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ থেকে যুক্ত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. শওকত আলী, নিউইয়র্ক থেকে কবি-কলামিস্ট-সম্পাদক ও তিনবাংলার গ্লোবাল সভাপতি সালেম সুলেরী, বাংলাদেশ থেকে কবি, ছড়াকার ও কথাসাহিত্যিক মুকুল রায়, কবি ও কথাসাহিত্যিক রানা মাসুদ, ভারত থেকে কবি, ছড়াকার ও সাংবাদিক সুশান্ত নন্দী এবং কবি ও সাংবাদিক শুভদীপ রায়।
দেড়ঘন্টাব্যাপী পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাবাড়ির পরিচালক মজনুর রহমান।
Leave a Reply