কথাবিশ্ব :৭
চৈতন্য ফকির
ভালোবাসা কোন শর্তসাপেক্ষ চুক্তি নয়। ভালোবাসা স্বতস্পূর্ত প্রাণের উচ্ছাস। অবসাদ এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ার।রক্তচোষা জোঁক। অবসাদ আসে নানা জনের নানা রকম। প্রেমে প্রতারণা। প্রিয় মানুষ দূর্বলতা খুঁজে বেড়ানো। প্রিয় মানুষ সকল গোপন এজেন্ডা জেনে চুপিচুপি অন্যত্র প্রচার করলে। একজন স্নেহশীল কেউ প্রেমিকাকে ছিনিয়ে নিলেও অবসাদ আসে। কাছের কেউ যখন সকল সম্মান,পুরস্কার ও সিঁড়িগুলো জেনে গিয়ে দূরে সরে যায়। অপ্রয়োজনীয় সহযোগিতা করলো আবার নিজের মত বদল করে শেষে চেপে ধরলেও অবসাদ আসে। মানসিক নির্যাতন থেকেও অবসাদ আসে। স্বামী দূরে চাকুরী করেন বিয়ের পর একত্রে সময় কাটানো এবং শারীরিক মানসিক সম্পর্ক সেরকম না হলেও অবসাদ আসে। পরকীয়াতেও অবসাদ আসে। আসে স্বকর্মীর চটুল,কুটিল মনোভাব থেকে।কিংবা অকারণে স্ক্যান্ডেল রটিয়েও একজন মানুষকে গভীর ডিপ্রেশনে নেওয়া যায়।প্রেমের অভিনয় করে মন জয় করে শেষে ছুরিকাহত করার অজস্র গল্প আমাদের চারপাশে আছে।ডিপ্রেশন একজন মানুষকে তিলেতিলে শেষ করে দেয়। অথচ যাদের জন্য ঘটনা ঘটে তা হয়তো অপ্রকাশিত থেকে যায়। সৃষ্টির সব থেকে জটিল জীব মানুষ। যে তার নিজেকে মানুষ বলেছে।আর সব প্রাণী উদ্বিদদের নাম দিয়েছে। প্রতিটি মানুষ নিজের ভালো ছাড়া আর কিছুই বুঝে না।অন্যকে এন করে তেন করে বললেও তার আসল এজেন্ডা আসলে নিজেকেই প্রতিষ্ঠা করা।এখানেও আমরা চাই আমার প্রতিষ্ঠা। আমার প্রচার হোক।এতে কোন দোষ নেই। অন্যের প্রচার হলে তা আত্মপ্রচার হয়।কি যে আত্মপ্রকাশ আর কি যে আত্মপক্ষ সমর্থন কে জানে। কে কিরকম ডিপ্রেশনে যায় কার জন্য কেন এ এক অসুখ। প্রতিটি মানুষই হতে পারেন মানসিক সুস্থতার একজন ডাক্তার।একটি মানুষ একটি নয় অনেকগুলো হাসপাতালের থেকে বেশি।মানুষগুলো সেরকম সুস্থ না হলে সমাজ এক গভীর সংকটের দিকে সুশান্ত রাজপুত হয়ে গভীর ক্ষতচিহৃ এঁকে রাখে। আমরা বিশ্বাস রাখি সমাজের প্রতিটি মানুষ একদিন সুস্থ হবেন। আর ব্যর্থতার গর্ভে জন্মে দেখ হতাশার সন্তান সফলতার গর্ভে জন্মে শূন্য এক একাকীত্বের গান -মাসুদ পথিক।
Leave a Reply