ভাস্কর চৌধুরীর দুটি কবিতা
১. সাথে ছিল, সাথে আছে
সে আমার ছেলেবেলার সঙ্গী
কিশোর বয়সের বন্ধু
তারুণ্যের দামাল সহচর।
বৈশাখের ক্লান্ত দুপুরে অথবা
কুয়াশা ঢাকা শীতের রাতে
হাত ছাড়েনি কখনও আমার।
মনখারাপের বিকেলগুলোয়
কিংবা মাথাধরা সন্ধ্যায়
সোহাগে সে আমাকে সামলায়!
চাঁদক্ষয়ী মাঝরাতে ঘুমচোখে
দেখি তাঁকে শিয়রে আমার
জেগে থাকে সারারাত।
জনারণ্যে বা একাকী নির্জনে
অগ্রহায়ণের হিমেল দিনেও
ভরসা দেয় অল্প আয়েশে।
চিরসখা সুহৃদ বন্ধু সে-
স্মিতহাসে কানে কানে
নিঃশব্দে বলি নাম তার,
‘একাকীত্ব’- স্বজন আমার!
২. সে আসবেই
যেদিন আকাশপ্রদীপ আলো দেখাবে
বাতাস ভাসবে নিমফুলের গন্ধে
হাত বাড়িয়ে অপেক্ষা কোরো-
‘সে’ আসবে। যে কোনও সন্ধ্যায়
হাজিরা দেবে মনের অতলে।
পাঁজি দেখো না আগে ভাগে
ক্যালেন্ডার দাগিও না অকারনে
প্রতিটি দিন-ক্ষণ-মুহূর্তই তো শুভ!
সব উৎকন্ঠা কাটিয়ে হঠাৎই
হাওয়ার মতো ‘সে’ এসে যাবে।
আলগোছে ঋতু পরিবর্তনের
ধারাপাত সামলিয়ে আসবে ‘সে’
এই ধ্রুব বিশ্বাসে বাঁচো, শেষপর্যন্ত
নিশ্চিত থেকো আলোর অপেক্ষায়
একদিন স্মিতহাস্যে ‘সে’ আসবেই।
Leave a Reply