তিস্তা
কমল কান্ত রায়
শংকরদহ আগে গেছে,এখন যাচ্ছে ইচলী
নদী কয়, আমি কি জিনিষ এক্ষনি তা বুঝলি?
আশ্রায়ন আবাসন গেছে কবে,সবে গেল বাঁধ
মসজিদ মাদ্রাসা গেছে পেটে, তবু মেটেনি স্বাদ।
জায়গাজমি আর বসতবাড়ি ,সবই খাচ্ছি গিলে
স্কুল কিংবা ফসলের মাঠ, সামনে যাহা মিলে।
বর্ষায় আমি উন্মাদ হই, থাকেনা কোন ঞ্জান
শুকনায় আবার ফসল ফলাও থাকেনা কোন প্রান।
আমি একুল ভাঙ্গি ওকুল গড়ি, এইতো আমার খেলা
বছর বছর এমনি খেলায়, যায় কেটে যায় বেলা।
Leave a Reply