অনামিকা ফেরদৌস এর দুটি কবিতা
১. গভীর ঘন রাতে
গভীর ঘন রাতে, নিদ্রাহীন চোখে-
জানালার গ্রিলে মুখ চেপে আছি-
কার কথা যেন মনে পড়ে গেছে।
বিষন্ন করে তুলে আমার চারপাশ
আর আমার একাকিত্ব
বিপন্ন করে তুলে যেন
আমার অস্তিত্ব।
জানালা দিয়ে তাকাই প্রকৃতির শান্ত, স্নিগ্ধ, রুপ,
তারি মাঝে আমার ভেতরের
কষ্টের বাস্পে ফুসফুস ভরে ওঠে —
প্রকৃতি চলে প্রকৃতির নিয়মে ; শুধু আমার
অস্তিরতা, ঘুম না আসা রাতের ঠোঁটে।
মানুষের দু:খ, ব্যথা, কষ্ট, যন্ত্রনা-
নির্বাক প্রকৃতিকে স্পর্শ করে না।
কারো মমতার হাত যদি স্পর্শ
করত আমার চুল
তবে হয়ত নামত, দু ‘চোখে
ঘুমের ঢল।
গভীর রাতে, নিদ্রাহীন রাতে
রাতজাগা প্যাঁচাদের সাথে জেগে থাকি-
জানালার গ্রিলে মুখ চেপে প্রকৃতির
রুপ দেখি।
কেউ কি আসবে কখনো নিয়ে-
মমতা আর ভলোবাসার পরশে?
আমাকে নিয়ে যাবে সে গভীর
ঘুমের দেশে!!
সবই অলীক ভাবনা ভেবে যাই-
জানি বাস্তবের চোরাবালিতে এইসব
সপ্নের কোনো স্থান নেই।
২. ভালোবেসে যাাই
আজ সারাদিন ঝরোঝরো বৃষ্টি-
আজ শুধু অকারন ভাবনা
আজ শুধু এলোমেলো মন-
এসোনা আজ ঝুম বৃষ্টিতে-
ভিজব দুজন!
তুমি বলবে না, না, না তুমি আজ
কেন এত উচ্ছল অকারন?
বলব আমি তোমারই জন্য
এই উচ্ছলতা-
তোমারই জন্য আজ সকল অকাজ
আর আনন্দ বারতা-
তোমারই জন্য আজ এলোমেলো ভাবনা
আর সকল কাতরতা!
তুমি বলবে হয়ত, ভালোবাস আমায়?
আমি বলব, কে জানে!
বলব হয়ত, ভালোবাসি তাই,
ভা- লো- বে সে যাই।
Leave a Reply