মনে মনে
সুজিত চট্টোপাধ্যায়
সব সম্পর্কই অমৃত।
ভাব জমালেই আড়ি বিদায়।
আয় আবারও খেলি,
টুউউউকি, কোথায় গেলি?
কুমির ডাঙা , লুকোচুরি, কিংবা
এলাটিং বেলাটিং সইলো,
যা বলবি, সবেতেই রাজি।
সত্যি বলছি, বিশ্বাস কর,
কর না একবার বিশ্বাস,
বেশ ঠিক আছে, এই শেষ বার।
যা বলবি, যেমন চাইবি রাজি।
আর বকবো না, চুল টানবো না।
কারুর কাছে নালিশ করবো না। সত্যি বলছি,,
ভাব,ভাব,ভাব,
আড়ি শেষ ।
আয় আবার খেলি
পেয়ারা গাছে চড়ি, পুকুরে ঝাঁপাই ,
সারাটা দুপুর কাঁপাই।
কী বলছিস? হবে না?
ফিরে পাওয়া যাবে না?
তাই তো! ঠিকই বলেছিস,
বুঝতেই পারিনি,
দেওয়াল টা কখন যে এতটা উঁচু হয়ে গেছে,
টেরই পাইনি।
বেশ,থাক তবে তুই
দেওয়ালের ওপারে, আমি এপারে।
নতুন খেলা চলুক,
দুজনের দুই পাড়ে।
এক্কা দোক্কা, ছককাটা বাঘবন্দি,
শুধু স্মৃতি পিছুটান খেলা করুক প্রাণপণে,
কিছু ওপারে, কিছু এপারে।
মনের সাথেই খেলা করুক মন
মনই আপন, মনেই প্রিয়জন।
Leave a Reply