কবিতার শব্দ চাষ
নূরুন্নাহার বেগম
মহুয়া বনে রোজ কবিতার চাষ হয়
ভালোবাসা জড়ানো কবিতাগুলোয় স্মৃতিমাখা শৈশব
ক্ষতবিক্ষত অতীত সব জাবর কাটে
রোজ কবিতায় ময়লা জমে
ময়লার স্তুপে একসময় কবিতার
অক্ষরগুলো ঝাপসা হয়ে যায়
মমতায় ছল ছল চোখে বান ভাসে
খুব কাছ থেকে ওগুলো কেউ পড়ে না
জানেনা কত মূল্যবান অর্থে ভরা শব্দগুলো
হযতো তোমার সুখের কথাগুলো
তাক তাক সাজানো ওখানে
প্রদীপের ধূসর ধোঁয়ার কবিতার শব্দগুলো
কেবলই ঘুরপাক খায়
কবিতার শব্দ তোড়ে পানকৌড়ি ভাষা হারিয়ে ফেলে
টুনটুনির ঠোঁটে ভর করে মেঘের আঁধার
মহুয়া বনের বাতাসে ঘুরে ঘুরে মরে
কবিতার শব্দগুলো ৷
Leave a Reply