সুধাংশুরঞ্জন সাহার দুটি কবিতা
১. খিদের কান্না
বিনোদন আজ ছিনিয়ে নিয়েছে
বেঁচে থাকার সব রসদ ।
খিদের কান্না আজ সর্বত্র…
তবুও টনক নড়ছে না কারো।
চারিদিকে পাপের বুদ্বুদ
ঘৃণার বৃত্ত বাড়ছে রোজ ।
সবাই কি আজ ভুলে গেছে ?
প্রেম যতোটুকু বলে
ঘৃণা বলে তার লক্ষ গুন !
২. ডুবুরি
দু’চোখের হ্রদে তার কালিপড়া
বিরহ বিষাদ
যখন ফিকে হয় কুয়াশা
ক্ষতপত্রে অনর্গল জমে কথা।
শ্বেতপত্র দাবি করে কেউ কেউ।
গাছ আসে, পাখি আসে।
আসে না সকাল।
মন তবু আলোর ডুবুরি একা ।
Leave a Reply