আবু আফজাল সালেহ এর দুটি কবিতা
১. কতদিন নেই দেখাসাক্ষাৎ
দ্রাঘিমাদূরত্বে আমাদের বসবাস।
শ্রাবণে বিরহী চন্দ্রালোক যেন ঊর্বশী
দেপীপ্যমান মায়াবীনক্ত
জানলাবেয়ে আলো নিয়ে মৃদুসমীরণ
ঝুমুর নাচের বৃষ্টিপাত
কী অপূর্ব, কী অপূর্ব!
তবুও কেন দূরে?
কীভাবে সময় যায় বলো
কতদিন যে নেই দেখাসাক্ষাৎ।
২. হরিণগুলো নেকড়ের দখলে
বাড়ন্ত সবুজ ঘাস
হরিণশাবকগুলো খেলা করে
করে নৃত্য
যদিও বয়স্কহরিণগুলোর চোখ
বাসার দিকেই
নন্দনকাননের ফাঁদে বিভোর তারা।
হঠাৎই একদল নেকড়ের আগমন
উৎপাত সুন্দর আয়োজনে
হরিণগুলো এখন নেকড়েদের দখলে।
Leave a Reply