মায়ায়
হামীম রায়হান
জারুল পাতার ফাঁকে ফাঁকে
জোনাক ভরা ডালে,
বাবুই পাখি বুনছে বাসা
লম্বা মাথার তালে।
ডুব দিয়ে মাছ করছে শিকার
মাছ শিকারী পাখি,
উদাস দুপুর যায় না কেটে
একলা ঘরে থাকি।
হু হু করে ঘুঘু ডাকে
বটের শ্রান্ত ছায়ায়,
একখানা মেঘ ছুটছে দেখো
বৃষ্টি ছড়ার মায়ায়!
Leave a Reply