মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৩:০৬ পূর্বাহ্ন

বাবুল আনোয়ার এর একগুচ্ছ কবিতা

বাবুল আনোয়ার এর একগুচ্ছ কবিতা

বাবুল আনোয়ার এর একগুচ্ছ কবিতা

১. কষ্টগুলো

কষ্টগুলো তোমায় দেবো আগলে রেখো
বুকের মাঝে সবুজ ঘাসে যত্ন করে
অভিমানের আর্তি ভরা দীঘল রাতে
রাত্রি শেষের বিপন্ন সে বিষম ঝড়ে
কষ্টগুলো বড় হবে দুঃখ হবে রাতে
ঝরা পাতার হাহাকারে পড়বে ঝরে
দীর্ণতায় থাকবে জেগে তোমার সাথে
বলবে কথা আলো- ছায়া দিনের পরে।

কষ্টগুলোর ব্যক্ত হওয়ার ভাষা আছে
কথা দিয়ে যায় না চলে অনেক দূরে
মুগ্ধ ছোঁয়ায় দাঁড়িয়ে থাকে কাছাকাছি
মাটির গন্ধে তোলপাড় জাগিয়ে রাখে
কষ্টগুলো জোয়ার হবে ভীষণ তোড়ে
উপচানো সে ঢেউ হবে কোমল ভোরে।

২. বোধ

পাথরের কষ্ট জেনে
ছু্ঁয়ে দেখি পাথর
পাথরের আদিম বুক
বেদনায় কাতর।

৩. কষ্টের স্বরলিপি
ক.
কষ্ট পোড়ে জীবন
বেদনায় নীল
কষ্টও কখনো বা
চেনা গঙচিল।
খ.
কষ্টের ব্যথা আছে
বুকে বাঁধে বাসা
কষ্টও গড়ে তোলে
ধু- ধু ভালোবাসা।

৪. বিরূপ প্রত্যাবর্তন

কোন তাড়া ছিল না
তবুও যেতে হলো।
এ কেমন ভ্রমণ!
নাকি সময়ের বিরুপ প্রলেপে
নিদারুণ অসয়ের গান গাওয়া
যে অপেক্ষায় থাকবে বলে কথা ছিল
সেও তো উধাও
তার জন্য আমাদের শুধু শুধু
ম্লান অন্ধকারে ঘরে ফেরা।

৫. তুমি ডাক দিলেো

তুমি বৃষ্টি ছোঁয়া মুগ্ধতায়
স্পর্শ করলেই ফুল ফোটে
ভেজা মাটির গন্ধে টের পাই
নিদাঘ দুপুরের আবাহন
ভুলে যাই বুকের ভেতর পরমাণু ব্যথা
তুমি ডাক দিলেই নৈঃশব্দ বেদনায়
সৃষ্টি হয় নতুন কবিতা।

৬. আকাশ বলবে না কথা

আকাশ বলবে না কথা
নৈঃশব্দের জোয়ারে আধখানা চাঁদ
মুখের আদলে জাগবে না আলোয়
আঁধারের বৃষ্টিতে ভিজে তুমি
রোদের মখমলে যতোই লিখো নাম
সৃষ্টি করো জীবনের গল্প গাঁথা
আকাশ শুনবে না কিছু
রাখবে না ধরে স্মৃতির খাতায়।
সমুদ্র তবু নোনাজলের আবাহনে
ডাক দিয়ে বলবে কথা
তুমি যেতে পারো সমুদ্র বিহারে
সাথে নিয়ে দলবল লালিত বৈভব।

৭. বেইলীরোড এখন

বেইলীরোডে এখন আর কোন
সকাল – সন্ধা নেই, নেই নানা মুখের ভিড়
কাউকে খুঁজে পাই না আজকাল
ব্রান্ডের পরিচিত দোকান
অথবা বাহারী কোন রেস্তোরায়
শুধু দেখি টাংগাইল শাড়ীর নিভাঁজ
বুননে বেইলীরোড ঘুমিয়ে থাকে
নিদারুণ নিঃসঙ্গতায় – নিস্তদ্ধ বেদনায়।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge