বাঘ
মালিপাখি
বাঘ ডোরাকাটা জামা পেলে,
বাঘ ওড়ে জোড়া ডানা মেলে।
বাঘ জোনাকিরা এলে কাছে,
বাঘ কথাকলি, কাঠি নাচে।
বাঘ আলাভোলা, আঁকে ছবি।
বাঘ খেলাপ্রিয়। বাঘ কবি।
বাঘ একা একা বসে ভাবে,
বাঘ প্রজাপতি ছুঁতে যাবে।
বাঘ তারা গোনে বসে ছাদে।
বাঘ একা জেগে থাকে চাঁদে।
বাঘ বলে শুধু কাছে এসো।
বাঘ ভালোবেসো । ভালোবেসো।
বাঘ দুয়ো নদী, পানিপাতা।
বাঘ কবিতায় ভরা খাতা।
বাঘ লুকোচুরি, কানামাছি।
বাঘ আমি আছি। আমি আছি।
বাঘ কিযে হয় মাঝে মাঝে।
বাঘ বাঁশি হয়ে মনে বাজে।
বাঘ আঁকা বাঁকা রাঙা তুলি।
বাঘ এসো খেলি বাগাডুলি।
বাঘ নানা দেশে দেশে ঘোরে।
বাঘ ফুল হয়ে ফোটে ভোরে।
বাঘ পায়ে পায়ে জোড়া সাঁকো।
বাঘ আমি যাবো। ওকে ডাকো।
Leave a Reply