নক্ষত্রের পাড়ে
মিকদাদ মুগ্ধ
জানি,একদিন খুঁজবে আমাকে
নক্ষত্রের কাছে প্রশ্ন করে জানতে চাইবে
আমি কোথায় আছি,কেমন আছি।
জানি,একদিন খুঁজবে ভালোবাসা
আকাশের দিকে মুখ ভাসিয়ে প্রশ্ন ছুঁড়বে
ক্ষমা করতে পারি কি-না।
জানি,একদিন ফিরে আসতে বলবে
আমার সন্ধানে পথে পথে ঘুরবে
এ-পথ,সে-পথ,কোন পথে আমি গিয়েছি!
কেউ তোমার প্রশ্নের উত্তর দেবে না।
নক্ষত্র গুলো জানে বিরহের গল্প
আকাশের সাথে বৃষ্টি বৃষ্টি খেলা হতো
পথ গুলোকে কথা দিয়েছিলাম,
তোমাকে নিয়ে হেঁটে যাবো।
জানি,খুঁজবে,লাভ নেই কোনো
নক্ষত্রের পাড়ে থাকবো তখন,
আমাকে তুমি হারিয়ে ফেলেছো।
Leave a Reply