আমার কথা
রেবেকা ইসলাম
আমি হলাম খোকনসোনার হলদে সাদা ঘুড়ি
বিকেল হলে হাওয়ায় ভেসে উড়ি শুধু উড়ি
পাখির সাথে কথা বলি মেঘের সাথে জুড়ি
মনের ভেতর বাজে তখন রিনিক ঝিনিক চুড়ি।
বন্ধু আমার নানান পাখি পায়রা,শালিক,চিল
ওদের সাথে সাথে উড়ি শান্তি অনাবিল
দারুণ ওড়ে ঈগল পাখি ওরও সাথে মিল
খুব রেগে যাই,দুষ্টু ছেলে ছোঁড়ে যখন ঢিল!
হঠাৎ সেদিন ছিটকে পড়ি চক্ষে দেখি ধাঁধা
কারো সাথে নয়কো বিবাদ,কেউ ছোঁড়েনি কাদা
আরেক ঘুড়ি আমার মতোই রঙটা ছিল সাদা
আমার রঙিন সুতো কেটে উড়তে দিল বাধা।
ঘুরে ঘুরে নামছি নিচে মনটা আমার কাঁদে
গোত্তা খেয়ে পড়ে গেলাম অচিন বাড়ির ছাদে
সেই বাড়িটার আরেক খোকন ভীষণই আহ্লাদে
নতুন করে সুরে আমায় নাটাই-সুতোয় বাঁধে।
আবার আমি দুলে দুলে আকাশে দি চুম
কেড়ে নিয়ে নতুন খোকার দুচোখ পাতার ঘুম।
Leave a Reply