রঙমিস্ত্রি
সোমের কৌমুদী
জীর্ণতার ছোপ ছোপ কষ্ট
খাপ না খাওয়ার যন্ত্রণা
দূর হয়,
রঙে
যত্নে
রঙমিস্ত্রির হাতের ছোঁয়ায়।
সামাজিকতার কাতারে দাঁড়ায়।
লেফাফা দুরস্ত সমাজ
প্রাণ বিবর্জিত,
জীবনকে রাঙায়
কৃত্রিমতায়
আধুনিকতায়।
রঙমিস্ত্রির উল্লাসে শ্রমিকের কান্না
সামাজিকতার আড়ালে হারায়।
Leave a Reply