কবিরানী
মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্
আপনি পাপড়ি বিহীন তরতাজা গোলাপের
সুবাস আর সৌন্দর্যতার নিখুঁত কারুকাজ।
আপনি আপন রঙে রঙিন মাছরাঙা পাখি
কোমল ঠোঁটে ছিনিয়ে নেন কম্পিত অাঁখি।
আপনি এরকমই; তাই এভাবেই
বিমুগ্ধ চাহনি আর নান্দনিক সৌন্দর্যে
হৃদয়ে গেঁথে যান শোভন হৃদয়ে।
Leave a Reply