অনামিকা ফেরদৌস এর দুটি কবিতা
১. হারানো দিনগুলি
আমায় এনে দিতে পার
একমুঠো রোদ্দুর?
এনে দিতে পার
রোদেলা দুপুর?
এনে দিতে পার
জ্যোৎস্নার ফুল?
পার কি এনে দিতে
সোনাঝরা বিকেল?
এনে দিতে পার আমার
দুষ্টুমিষ্টি ছেলেবেলা?
এক্কাদোক্কা , গোল্লাছুট আর
চোর পুলিশ খেলা ?
এনে দিতে পার একটা
শৈশবের নদী?
আমার কাগজের নৌকোগুলো
ভাসাব নিরবধী!
এনে দিতে পার একটা
টলটলে জলের পুকুর?
আমার পা দু’টি ডুবিয়ে
রাখব সারাটি দুপুর।
দিতে পার আমার মনের
স্বাধীনতার আশ্বাস?
আমিও তবে তোমায়
দেব একগুচ্ছ পলাশ।
এইভাবে চাওয়া পাওয়াগুলো
মিটিয়ে যদি দাও
কোনদিনই আর আড়ি করব না
তোমার সাথে যাও।
২. বিশ্ববিধাতার কাছে প্রার্থনা
হে বিশ্ববিধাতা-
নব নব আনন্দ
দাও জীবনে-
ঘুচিয়ে দাও, সকল অবহেলা,
নিন্দা, অপমানে।
সকল আলো ছড়িয়ে
দাও চারপাশে-
ঘুচে যাক, সকল কালো,
সকল অন্ধকার , তোমারই পরশে।
সকল দু:খ , সকল কষ্ট
যেন ভুলে যেতে পারি-
নতুন কোনো সৃষ্টির ঝর্ণাধারা
দান কর হৃদয়ে আমারী।
চলে যাক জীবন থেকে যত
তীব্র দহন জ্বালা-
তোমারই করুনাধারায় জীবনে
ভরে উঠুক দ্বীপমালা।
এসো বন্ধু-
নতুনেরে শুভ্র আলোকে করি
আবাহন-
ভুলে যাই, যত জীর্ন, যত কলুষ
আর হীন পুরাতন।
Leave a Reply