নির্জন চিঠি
অশোক অধিকারী
লেখার পর পাতা থেকে মুছে ফেলি ক্ষরন
সরীসৃপ রঙের কালিতে অন্তর্গত ব্রীড়া
চোখ রাঙায় বিপ্রতীপ পূরন
নির্জনতা বেশ ভালো ব্যায়াম
সুষুপ্তির শুদ্ধ পোস্টকার্ড
মন খারাপের কর্মধারয় সমাস
সেমিকোলন হীন বিপন্ন অক্ষর
নির্জন চিঠির পাশে রুগ্ন ডাক পিয়ন
Leave a Reply