মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০১:৫৮ পূর্বাহ্ন

খ্যাঁকশিয়াল-সুজিত চট্টোপাধ্যায়

খ্যাঁকশিয়াল-সুজিত চট্টোপাধ্যায়

খ্যাঁকশিয়াল
সুজিত চট্টোপাধ্যায়

দৃষ্টি ধর্ষণ তো চলছেই , অবিরত,
লুকিয়ে-চুরিয়ে আবডালে, আড়চোখে।
বেড়ালের ছোঁকছোঁক মিউ মিউ,
টেক্কা ছাপে পেরেকঠোকা শব্দ
বেমক্কা কুমতি বাসনা, ছি,

নতুন কিছু নয় , মেনিমুখো এমনই হয়।
সাহস কবেই উনুন জ্বালিয়ে ছাই ,
জাহাজ মাস্তুল তো পাবি না, নুন ঢাকা কেঁচো।
টাকে চিরুনী চালা, কোবরেজি তেল খোঁজ,
ময়দানে মাদী মদ্দা ঘোড়া দ্যাখ , সন্তুষ্টি? ছি,

তবুও , দৃষ্টি ধর্ষণ তো চলছেই
ডিজিটাল এক্সরে চোখ চালসে ,
আড়াল কালো চশমা, কী বোকা _কী বোকা!

বাঁশবনের খ্যাঁকশিয়াল ধড়িবাজ, চতুর।
চকড় বকড় জামাতে জোয়ানের আরক
আরে বুড়বাক ওটা মোড়ক, কবে বুঝবি উজবুক।

এইনে টিকিট , রেলগাড়ী চাপ চুপচাপ।
বৃন্দাবনে বেওয়ারিশ চান্স নে, কেজানে হয়তো
বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়তেও পারে।
আর ভাবিস নি, ছিঃ, মানে মানে কেটে যা,

নলবনের আবডালে ওঁৎ কত মারবি?
মন্দ কপালের পরিণাম মানবি, এবার যা,
জানিসই তো , সাবধানের মার নেই , তবে?

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge