ক্ষুধাতুর এতিম পৃথিবী
সাব্বির হোসেন
সত্যি সুন্দর ও নান্দনিক প্রতিটি শিশুর ঘুম। ঘুমিয়ে ঘুমিয়ে হাসে। খেলে। রবি এক এতিম আট বছরের শিশু। তালতলার এক বিশাল বাড়িতে কাজ করে। কে বা কাহারা তাকে তুলে নিয়ে এসে বিক্রি করেছে জানা নেই।
একদিন মায়ের কোলে ঘুমন্ত শিশুর মত ঘুমিয়ে আছে… বড় সাহেবের ছোট ছেলে এসে পিঠের হাড় বরাবর লাথি মেরে বলল, “হারামজাদা আর কত ঘুমাবি? যা গিয়ে এক কাপ চা নিয়ে আয়। শুয়োরের বাচ্চা। গিলে গিলে দেহে গোস্ত জমেছে।”
সেদিনের পর রবি আর ঘুম থেকে ওঠেনি।
Leave a Reply