মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৩:১৭ পূর্বাহ্ন

মোস্তারী মিতার দুটি কবিতা

মোস্তারী মিতার দুটি কবিতা

মোস্তারী মিতার দুটি কবিতা

১. শরীরতত্ত্ব
গত কদিন যাবৎ আমার শরীর খারাপ,
শুধু খারাপ না,বেশ খারাপ।
বিছানাতেই পড়ে থাকি,
খাই-দাই,কাঁদি আর ঘুমাই,
সারাদিন কেটে যায়,এলোমেলো ভাবনায়।
আজ আমার শরীরটা ভীষণ খারাপ,
মনের মাঝে উঁকি মারে মরণের ডাক।
হাতটা ঝিমঝিম,পা টাতে ব্যামোহ,
বুকটা ধড়ফড়, শ্বাসচাপ যেন।
মেজাজ খিটখিটে, দৃষ্টি মিটমিটে,
ঘামে ভিজে শরীরটা একেবারে চিটচিটে।
খারাপ,শরীরটা সত্যিই বড্ড খারাপ,
মাথা আর মুন্ডুটায় রাজ্যের চাপ।
এইদিকে ঝড়ঝাপটা,তুমুল বৃষ্টি,
বন্যা,করোনা একি অনাসৃষ্টি।
বিধি তব বান্দার করে দিও মাফ,
আছে যত কালিমা,আর যত পাপ,
শরীরটা যে বড় বেশীই খারাপ।

২. একটি টি-শার্টের আইসোলেশন
তোমার ঘামে ভেজা পছন্দের টি-শার্টটা সেদিন হাতে দিয়ে বললে,
“ইস্!কি ভীষণ গন্ধ বেরোচ্ছে, ভালো করে ধুয়ে দিও তো।”
চলে যাবার দিন এঘর-ওঘর খুঁজেও যখন টি-শার্টটি পেলে না..
মুখে কিছু না বললেও তোমার বিরক্তিগুলো যেন স্পষ্ট পড়তে পারছিলাম,
“সামান্য একটা টি-শার্টও সামলে রাখতে পারোনা,
কি ভীষণ অসাংসারিক গো তুমি!”
আমাকে একা করে তুমি চলে গেলে কোয়ারেন্টাইনে।
আর আমি,,,
আমার জীবনের আইসোলেশনে প্রতিদিনের অসাংসারিক দৌড়ঝাঁপ শেষে গভীর রাত্রিরে যখন আমার ক্লান্ত-ঘর্মাক্ত শরীরটা পাটিতে এলিয়ে দেই,
নিমিষেই আমার সব ক্লান্তি দূর করে দেয়
লুকিয়ে রাখা তোমার সেই ঘামুক টি-শার্টটি।
আমার বুকে আগলে রাখি তোমার সব গন্ধ,তোমার শরীরের সবটুকু নির্যাশ।
নিন্দুকেরা বলে বলুক,তুমি অনেক দূরে!
তুমি কোথায় কত দূরে!
এইতো তুমি আমার পাশে,আমার হৃদমাজারে।
সত্যিই কী ভীষণ অসাংসারিক গো আমি!

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge