মুকুল রায় এর কবিতা মুখোশের আড়ালে মুখ
জন্মের সময় মুখ ছিল!
ক্রমশ সময়ের সাথে মানুষ পরিবর্তিত হয়।
আপদ বালাই স্বার্থ কিংবা রোগশোক
আর্থিক সামাজিক ক্ষমতা-বলয়কেন্দ্রীক
শারীরিক কিংবা মনস্তাস্তিক-
এইসব বিবিধ ক্রমবিবর্তনের অন্যরকম মিথস্ক্রিয়ায় চেনা-মুখগুলো ক্রমশ
অচেনা-মুখোশে রূপান্তরিত হতে থাকে! রূপান্তরিত হয়!
মানুষ একসময় এভাবেই নিজেকেই লুকিয়ে ফেলে।
মুখ তখন মুখোশ হয়
এবং
মুখোশের নাম শেষে মুখোশ থাকে না- মাস্ক হয়ে য়ায়!
ক্রমশ ঢাকা পড়ে মুখোশের আড়ালে মুখ!
রাতজাগার সাথী তবুও ‘সুখের অসুখ’!
Leave a Reply