রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:০৮ পূর্বাহ্ন

মুকুল রায় এর কবিতা মুখোশের আড়ালে মুখ

মুকুল রায় এর কবিতা মুখোশের আড়ালে মুখ

মুকুল রায় এর কবিতা মুখোশের আড়ালে মুখ

জন্মের সময় মুখ ছিল!
ক্রমশ সময়ের সাথে মানুষ পরিবর্তিত হয়।
আপদ বালাই স্বার্থ কিংবা রোগশোক
আর্থিক সামাজিক ক্ষমতা-বলয়কেন্দ্রীক
শারীরিক কিংবা মনস্তাস্তিক-
এইসব বিবিধ ক্রমবিবর্তনের অন্যরকম মিথস্ক্রিয়ায় চেনা-মুখগুলো ক্রমশ
অচেনা-মুখোশে রূপান্তরিত হতে থাকে! রূপান্তরিত হয়!
মানুষ একসময় এভাবেই নিজেকেই লুকিয়ে ফেলে।
মুখ তখন মুখোশ হয়
এবং
মুখোশের নাম শেষে মুখোশ থাকে না- মাস্ক হয়ে য়ায়!
ক্রমশ ঢাকা পড়ে মুখোশের আড়ালে মুখ!
রাতজাগার সাথী তবুও ‘সুখের অসুখ’!

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge