আকুতি
লায়লা শিরিনা
এমনও ঘোর বরষায়
বসে আছি নায়ে তাঁর ভরসায়,
সামনে অথৈ জল
নাও করে টলমল
কখন যে ডুবে যাই হতাশায়!!
মৃত্যুর মিছিলে আজ
ভুলে যাই সব কাজ
ছলছল সন্মুখ দৃষ্টি
এদিকে অঝোর বৃষ্টি।
ওপারে বসেছে মেলা
যেতে যেতে ভাটি বেলা
হাতে নেই এক কড়ি,
ওগো দয়াময় তুমিই সহায়
পাড়ে তোল হাত ধরি।
Leave a Reply