হামীম রায়হান এর দুটি ছড়া
১. ভূনা খিচুড়ি
বাইরে ঝরে অঝোর ধারায়
শ্রাবণ মেঘের বারি,
মা করছেন ভূনা খিচুড়ি,
দাও না তাড়াতাড়ি!
গরম খিচুড়ি, পোড়া বেগুন,
আহ কী যে স্বাদ!
এমন বর্ষা হয় না যেন
হেলায় বরবাদ!
বৃষ্টির গান শৈশব আমার
ফিরে জানলার কাচে,
বর্ষা যেন খিচুড়ি স্বাদে
টিনের চালে নাচে!
২. প্রিয় ছড়াকার
যাঁর লেখা পড়ে দেহে জাগে আলোড়ন,
যাঁর লেখা পড়ে ভালো হয় কালো মন।
যাঁর লেখা পড়ে পাই লেখার পথ,
যাঁর লেখা পড়ে জানি কত অভিমত!
মুখে মুখে ছড়া কাটা, মুখ ভরা হাসি,
আর বলা হবে না তো কত ভালোবাসি!
ছড়া কেটে বলে যান মনের কথা,
কিভাবে সই বলো তাঁর নীরবতা!
তাজা ছড়া হবে নাতো পড়া কভু আর,
ভালো থাকুন, খুব ভালো প্রিয় ছড়াকার।
Leave a Reply