মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৩:০৯ পূর্বাহ্ন

সৌগত প্রধান এর দুটি কবিতা

সৌগত প্রধান এর দুটি কবিতা

সৌগত প্রধান এর দুটি কবিতা

১. একটা গোলাপ, মানুষ ও প্রতিবিম্ব
পেঙ্গুইন দেখলেই মনের মধ্যে বাৎসল্য খেলা করে
যেন কাছে পেলেই কোলে তুলে নিই,
সেই বাৎসল্যের পাশের গলিতে
ওৎ পেতে থাকে একটা গোলাপ।

যার হাত ধরে বারবার ফিরে আসি গতজন্মে
নতুন শরীর জেগে ওঠে, মুখ তুলে দেখি
আমার জমাট রোদ তোমার সারা শরীর জুড়ে বাজায়
ম্যাজিক নীল আবহ।

ছেঁড়া পান্ডুলিপির মতো স্মৃতি নিয়ে
যারা ঘর বাঁধে তারা জানে –
সমস্ত গোলাপেরই প্রতিবিম্ব ছড়িয়ে আছে
হৃদয়ের গলিতে গলিতে….

২. ভালো থাকার পাসওয়ার্ড
নিঃশব্দ হাওয়ায় খাতার পাতায় পাতায়
শ্বদেরা এঁকে যায় বুনো জলস্বপ্ন আর ছবিগ্রাম।

মাঠের মাঝের বটতলায় লাফদড়ি খেলতো ছেলেবেলা
হুস বললেই উড়ে যেতো ভাঁটফুল
পাতার ফাঁক গলে ঝরে পড়তো ভালোথাকার পাসওয়ার্ড।

জানো বিশ্বকর্মা আকাশে ওড়াতেই
পাশের ছাদে বেজে ওঠে বিসমিল্লাহ।

আসলে গভীরতর রাতেরও নিজস্ব কথা আছে
যে কথায় মেঘের ছায়া জলের ওপর খুনসুটি করে
আর চুপটি করে ঢেউ গোনে আমার জীবন।

এ যেন প্রতিদিন কুঁয়ো খুঁড়ে একটু একটু নীচে নামা
আরও কঠিন সরলরেখা বরাবর হেঁটে যাওয়া।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge