রাজীব ঘাঁটির দুটি কবিতা
১. সভ্যতার উত্থান
একের পর এক অধ্যায় লেখা হচ্ছে নতুন করে
কোন একদিন এও পুরানো হয়ে ইতিহাস হবে।
সেই ধারা অব্যাহত রাখতে কোন একদিন
আমি ও সাক্ষী থাকবো সেই সময়ের।
ইতিহাসের পাতায় লেখা হয় অনেক, লেখাগুলি সবটাই সত্যি ?
অথবা সম্পূর্ণ থাকে কি?
সভ্যতার বিবর্তন যাই বলুক ভালোমন্দ আমরাও তো বুঝি। রামায়নে রামই নায়ক!
কিন্তু মাইকেল মধুসূদন তো চোখে আঙুল দিয়ে অন্য সত্য উত্থাপন করলেন , নাকি?
সীতার অধ্যায় পড়লে তো আজও নত হতে হয় বারবার, কি বলতে চেয়েছে সেই ইতিহাস?
সভ্যতার কথা ইতিহাসে নয় বিবেকের কাছে সুরক্ষিত হোক। আকাশের কাছে ইতিহাস লেখা হোক ভূগোলের সীমানা পর্যন্ত।
আমরা নিজেরাই লিখে যাব নতুন সভ্যতার একটা জীবন্ত ইতিহাসের দলিল আগামীর বিশ্বে।
২. অনুভবে
হৃদয় ভাবে না আজকাল ,সবটুকুই যেন পেশাদারিত্ব ।
খামখেয়ালীপনা গুলো সহজে ডানা মেলতে পারে না এখন ।
সাবানের বিজ্ঞাপনের মতো সবটাই যেন অবিশ্বাস্য।
আকাশকুসুম ক্রমশ বাড়িয়েছে দূরত্ব,
এ যেন বাস্তবিকতার প্রতিফলন । সবকিছু
পিছু হটছে ইঁদুরের বিড়াল দেখার মতো।
অথচ আমরা হাসিমুখে বলছি”ভালো আছি”।
আম আর আমড়ার মিলন হলে যা হয় ,
ঠিক তেমনই দুঃসময় এ ঘুরপাক খাচ্ছি।
ঈশ্বরের কাছে সব দুর্বলতার গোপন প্রকাশ,
এরপরেও নিজের সবটাই ঠিক মনে হয় !
অনেক নীরবতা ভেঙে আমাদের আকাশ ।
কত মিথ্যার মৃত্যু হলে একটা সত্যের জন্ম
হয় ।
কত কত অন্যায় মানতে পারলে প্রিয় হওয়া যায় ।
এভাবেই অনুভবে আমি মানুষ।
Leave a Reply