ভালোবাসি বলতে পারিনা
কেয়া তালুকদার
তোমাকে ভালোবাসি বলতে মন দ্বিধায় পড়ে যায়,
তোমাকে ভালোবাসি বলতে না পারার দ্বন্দ্বে ভেসে যাই ৷
তোমাকে ভালোবাসি বলতে না পারার যন্ত্রণায় হাঁপিয়ে উঠি,
তোমাকে ভালোবাসি বলতে না পেরে নিজের অন্তরে কষ্ট পুষি ৷
তোমাকে ভালোবাসি বলতে না পারার আকুলতায় স্বপ্ন চোখে আঁকি,
তোমাকে ভালোবাসি বলতে না পারার অসীম সময় স্রোতে ডুবে যাই ৷
তোমাকে ভালোবাসি বলতে চেয়েও বলতে পারিনা ৷
কারণ তোমার জীবনে ভালোবাসার প্রয়োজন আছে কিনা তাও জানিনা…
Leave a Reply