রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন

কামরুজ্জামান দিশারির দুটি ছড়া

কামরুজ্জামান দিশারির দুটি ছড়া

কামরুজ্জামান দিশারির দুটি ছড়া

১. কী বিচ্ছিরি জীবন এখন
চালের গুড়ো মেখে বানায়
মাটির ভাড়ে ভাজে
হল্লা করে খেতাম সবাই
পিঠে বানার মাঝে।

দুগ্ধেতে গুড় দেবার পরে
ভেজালে দুধ জমে
ফিকে এখন চিতই খাবার
আগ্রহটা ক্রমে।

গাও গেরামে পিঠে বানার
নাই সে আগের চল
আর আসেনা জিভেতে তাই
আগের মত জল।

ঢেঁকিতে পাড় দেয়না কেউ আর
করেনা চাল গুড়ো
কি বিচ্ছিরি জীবন এখন
যায়না ভাবা, দুরও।

২. সহমত ভাই, ভাই সহমত
দলের মাঝে আছেন যিনি
সমান জনপ্রিয় তিনি
পার্টি অফিস, তৃণমূলে!
তার কথাতে আওয়াজ তুলে
যায় যে শোনা, হতে একমত
সহমত ভাই, ভাই সহমত।

সব খানেতে বিরাজ করেন
ঠিক সময়ে মিরাজ! করেন
সাঙ্গ- পাঙ্গ নিয়েই থাকেন
আর প্রয়োজন হলেই ডাকেন
তুলতে আওয়াজ, হতে একমত
সহমত ভাই, ভাই সহমত।

ফেবু সমাজ দলেও এলে
সবার একই কমেন্টস মেলে
করেন না কেউ বাছ ও বিচার
সত্য না এ মিথ্যা ফিচার!
না দেখে যান হয়ে একমত
বলেন সবাই, ভাই রহমত
সহমত ভাই, ভাই সহমত।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge