কথাগুলো মিশে গেছে ইথারে
অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু
কোন একদিন আন্তঃনগর ট্রেনে পাশাপাশি বসা এক যাত্রীর সাথে পরিচয়ের সুত্রদরে কিছু কথা হয়েছিল। সেই থেকে বন্ধুত্ব। অবশেষে পথের সমস্ত কথা পথে ফেলে আন্তঃনগর ট্রেন চলে আসে গন্তব্যে। সবাই নেমে চলে যাই যে যার পথে…
আমরা প্রয়োজনের তাগিদে হয়তো আবারও আন্তঃনগর ট্রেনে উঠবো- কিন্তু সেদিনের সেই যাত্রী বন্ধুর কথা আর মনে করিনা… কারন তাকে ফেলে এসেছি অনেক পিছনে… তার কথাগুলো মিশে গেছে ইথারে।
প্রতিদিন আন্তঃনগর ট্রেন সময় মতোই ছুটে চলে… এব ব্যতিক্রম নেই। কিন্তু সময়ের সাথে বদলে যাই আমরা, ভুলে যাই অনেক কিছু।
সুতরাং যাত্রী বন্ধুর কথা হয়তো স্মৃতি হয়ে থাকবে কিংবা থাকবেনা… এটাই হয়তো বাস্তব এবং সত্য…
Leave a Reply