আজব দেশ
এস এম খলিল বাবু
আজব দেশের মানুষরা সব
মিছেই সাজে সং
কথায় কাজে মিল নেই তো
আছে অনেক ঢং।
রং লাগিয়ে ঢং সাজিয়ে
গা ভাসিয়ে চলেন
সাহেদ এবং সাবরিনারা
মিথ্যে শুধু বলেন।
সত্য গেছে নির্বাসনে
মিথ্যে কথার জয়
দিনে দিনে বেড়ে গেছে
শুধু অবক্ষয়।
Leave a Reply