বর্ষার জলে আমি
আসাদ বিপুল
বর্ষার জলে গরম গায়ে আমার
ভিজতে মন উরু উরু করে
ঝিরিঝিরি বাতাসে ওড়ে
তপ্ত ধুসর বালুকণা গুলি
তার সাথে ওড়ে আমার
দেহের পরিহিত বসনখানি
আরও ওড়ে আমার বুকের ভিতরে
লুকিয়ে রাখা বসনখানি
রাখ ঢাক করে রাখা আমার
লজ্জা শরম খানিও ওড়ে।
বর্ষার জলের গরম হাওয়ায় লাগে
প্রশান্তি ছোঁয়া আমার মনে রিনিঝিনি বর্ষার শব্দের সাথে
ওড়ে আমার যতো লজ্জা গুলো আবার আঁধার কালো মেঘের পালে
ইচ্ছাগুলো চড়ে ওড়ে বেড়ায় তপ্ত দেহের ঝরা ঘামে ভেজে
আমার অন্তর দেহ খানি ভেজা ঘামের গন্ধে ভরে ওঠে
আমার রাতের অলস শয্যা। বর্ষার জলে ভ্যাপসা গরমে
হরহামেশাই বিদ্যুৎ এর লুকোচুরি অসহ্য গরমে উষ্ণ দেহে
বর্ষার জলের ফোঁটায় ভিজি শুধু একটু ঠান্ডা করে নিতে
আপনা থেকেই নিজে নিজেই ধুয়ে মুছে যায় যাক আমার
আছে যতো লাজ লজ্জা গুলো পরিস্কার হয়ে যাক আছে যতো
আমার নোংরা ইচ্ছা গুলো। বর্ষার জলের প্রবল ফোঁটার বেগে
ঝরে যাক আছে যতো পাপতাপ মধ্য রাতে কিংবা শেষ রাতে ছাদে
বর্ষার স্নিগ্ধ জলে ভিজে হই পবিত্র বিজলী চমকানোর ঝলকানিতে
আলোকিত অন্তর আত্মা খানি আমি আজ ভিজাই নিজেকে
যা আছে সব কিছু উন্মুক্ত করে।
Leave a Reply