কালের পাঠ
মাসুদ বশীর
যাবার আগে আমার সবকিছু আমি ঝাঁপি খুলেই দেখিয়ে যাই এবং গেলামও….
ঝাঁপির ভেতরে কী?
না না- সেখানে নেই কোন সর্পদেবীর বিষাক্ত ছোবলের নীলাভ দংশন!
অথবা, নেই আহামরি এমনকিছুই তেমন,
যা দিয়ে আমি বর্নিল আলোয় নিরন্তর খেলে যেতে পারতাম একটা ঝলমলে চমৎকার ইনিংস!
.
আমার যাকিছু আছে তাতো আমার নয় তা যে একদম তোমার, তা যে তোমাদের সকলের….
আমি শুধু রক্ষায় রেখেছি কেবল, যা ছিলো ও আছে।
আমি কেবল একজন তত্বাবধায়কের মতোই আছি,
তবে এ-ও থাকবোনা চিরকাল আমি।
এটাই চিরন্তন সত্য, এটাই জাগতিক বিষয়াবলীর অমোচনীয় নিষ্ঠুর নিয়ম….
.
আমি চলে যাচ্ছি, আমি চলে গেলাম, আমি চলে যাবো-ও….
যাবার বেলায় তোমার নিরন্তর হৃদয়ের, তোমাদের সকলের অযুত ভালোবাসার বাঁধন খুলে দাও প্লিজ __
আমি ভালোবাসতেই ভালোবাসার কাছে ছুটে যাচ্ছি!
ঐ যে উঁনি-
আমাকে ডাকবার তরেই য্যানো বারবার ডেকে ডেকে হচ্ছেন সারা….
বুঝে নাও আজ সবকিছু, যা আমার বলেই এতোদিন আমার কাছেই ছিলো ও আছে গচ্ছিত।
তা যে আসলে একান্তই শুধু তোমার ও তোমাদের….
.
‘বিদায় বলোনা বন্ধু’-
তবুও বিদায়ই লেখা হয়ে যায় নিরন্তর ঐ কালেরপাতায়
একদম সেই চিরন্তন বিদায়বেলায়….
Leave a Reply