কবি ও কিশোরীটি
মালিপাখি
নীলাকাশ কিশোরীটি
কবি দ্যাখে তাকে!
যেন রূপকথা জাগে
তারার পোষাকে!
ধুপ কথা, চুপ কথা,
রূপঝারি পাখি!
বলে উড়ে যাও আজ
রাজার জোনাকি…!
আর শুধু গান লিখে
টান টান সুখে!
ডুবে যাক রোগা কবি
আলোর অসুখে!
পারা কাঁপা কিশোরীটি
সারারাত ধরে!
কবিকেই এঁকে যাক
ঘাসের ভিতরে…!
Leave a Reply