আবু আফজাল সালেহ এর ৩টি কবিতা
১. ভালোবাসায় খুন হয়েছি
দেবী, ভুল করেছি তোমাকে ভালোবেসে?
না না, মোটেও না।
দেবী, খুন করেছ আমাকে?
মোটেও না, মোটেও না।
আলকাতরার মতো রাত্রি আমার শেষ করেছে
তোমার ভালোবাসায় খুন হয়েছি, বলতে পারো।
২. খণ্ডপ্রেম
তোমার মুখে বিষ ছুড়েছি
কালি হয়ে ফিরে পড়ে
আমার মুখেই।
তোমার আমি দোষ খুঁজেছি
শত্রু সেজে অন্ধ করে
আমার চোখেই।
বিষ ছুড়েছি বেশ করেছি
দোষ খুঁজেছি ঠিক করেছি
পাপি আমি ঠিক ধরেছ
সাপ দেওয়ার ঠিক দিয়েছ।
৩. সাজেকের সকাল
আহা, কী যে ভালো লাগে সাজেকের সকাল।
শুধু সকাল কেন
হ্যালিপ্যাডে তোমার হাত ধরে সূর্যাস্তটাও
কিংবা ভরাপূর্ণিমায় বড় চাঁদটা, পাহাড়ি স্বর-গান ভালো লাগে।
মেঘের ওপর মেঘ, সফেদ পাহাড়বাড়ি
পাহাড়ের ওপরে পাহাড়, পাহাড়শ্রেণি
ভাঁজের মধ্যে খাঁজ, উঁচুনিচু
অষ্টাদশীর মতো দাঁডিয়ে ওপারের লুসাই,
ছেড়েদেওয়া মেয়ে কর্ণফুলীর উচ্ছ্বলতা,
এপারের কংলাক, পাহাড়গায়ের ঝুঁপিবাড়ি
ধোঁয়াটে সিঁড়িতে লুসাইমেয়ের হাতের পান
ব্যাম্বু-টি, মুরগির অকৃত্রিম রেজালা।
খুন করেছে আমার জিভ-চোখ-কান।
Leave a Reply