হামদ-এ খোদা
হাই হাফিজ
হে রাহীম রাহমান,
হে মহান, হে মহান,
আকাশ জমিন সাগর নদী
দিন-রজনী নিরবধি
গাইছে তোমার গান।
হে রাহীম রাহমান।
চাঁদ সুরুজ আর গাছ গাছালি
তোমার শানে তোমার ধ্যানে,
জপছে সদা তোমারি নাম
পাগলপারা তোমার গানে।
পাখ-পাখালির কন্ঠে মধুর
তোমারি সুর তোমারি গান।
হে রাহীম রাহমান,
হে মহান, হে মহান।
হে পরওয়ারদিগার,
হে জলিল জব্বার,
মাফ করে দাও পাপ কালিমা,
ভুল পথে কভু আর নিও না,
অধম আমি হাত পেতেছি
শূন্য হাতে ফিরায়ে দিও না।
আমি যে তোমার নাদান বান্দা
বড়ই গোনাহ্গার।
হে পরওয়ারদিগার।
হে রাহীম রাহমান,
হে মহান, হে মহান।
নীল আসমান আর
সবুজ ধরায় দিনরজনী
তোমারি নাম আর গুণগান।
হে রাহীম রাহমান।
Leave a Reply