সৃজন সাহিত্য আসরের উদ্যোগে অনুষ্ঠিত হলো অন্তর্জালে আন্তর্জাতিক ভাবনায় অনুভ্রমণ
পাতা প্রকাশ প্রতিবেদন
সৃজন সাহিত্য আসরের উদ্যোগে ভারত ও বাংলাদেশের বিভিন্ন লেখকদের নিয়ে এক মাস ব্যাপী অনুষ্ঠিত হলো অন্তর্জালে আন্তর্জাতিক ভাবনায় অনুভ্রমণ নিয়ে একটি বিশেষ কর্মসূচি। ওই কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট ভ্রমণ লেখক গৌরীশঙ্কর ভট্টাচার্য এবং কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ভ্ৰমণ লেখক মৃগাঙ্ক ভট্টাচার্য। ভ্রমণের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন তিনি। গোটা জুন মাস ধরে ধারাবাহিকভাবে এই ভ্রমণ পর্ব চলে অন্তর্জালে। জুন মাসের শেষের দিন শেষ হয় এই পর্ব । পয়লা জুলাই সকালে অনলাইনেই লেখকদের স্বীকৃতির বিষয়টি ঘোষণা করা হয় ।অণু ভ্ৰমন পর্বে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে শুভজিৎ বোস ,শুভদীপ চক্রবর্তী, দোয়েল সমাজপতি,অর্পিতা গোস্বামী চৌধুরী, শঙ্করলাল সরকার, ডঃ সিঞ্চিনি কুন্ডু,অমিত পাল,সুমন দাস, জয়তোষ ঘোষ, প্রণব রুদ্র,বর্ণালী সরকার ও সৌরভ দাস ত্রিপুরা থেকে অংশ নিয়েছিলেন দিব্যেন্দু নাথ, শান্তনু মজুমদার, সৌম্যদীপ দেব, গোপাল চন্দ্র দাস, রিনা দাস, জয় দেব নাথ ,এবং অসম থেকে অংশ নেন শান্তনু দে, শর্বরী পাল ,কানন দাশগুপ্ত ,সুমিত কুমার শর্মা ।বিহার থেকে ছিলেন আশীষ ঘোষ এবং বাংলাদেশ থেকে জাকির আহমদ। ওই পর্বেই সৃজন আলোকবর্তিকা বিভাগে অতিথি লেখক হিসেবে অংশ নেন তিন ভ্ৰমন লেখক। বাংলাদেশের মুকুল রায়, কলকাতার সুব্রত সরকার এবং বাপ্পাদিত্য জানা প্রমুখ। উল্লেখ্য, সৃজন সাহিত্য আসরের তরফে মোট আটটি পছন্দের ভ্রমণ গদ্যকে নির্বাচিত করা হয় এবং নির্বাচিত লেখকদের লেখার উপর দর্শকদের প্রতিক্রিয়ায় মোট চারটি লেখা সেরা হিসেবে নির্বাচিত হয়।সৃজন সাহিত্য আসরের সম্পাদক সুশান্ত নন্দী জানান, স্পেশাল এওয়ার্ড পাচ্ছেন কলকাতার ভ্ৰমন লেখিকা দোয়েল সমাজপতি, গোল্ড কুইল অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের রংপুরের ভ্রমণ লেখক জাকির আহমেদ ও সিলভার কুইল এওয়ার্ড পাচ্ছেন কলকাতার ভ্ৰমন লেখিকা বর্ণালী সরকার এবং ব্রোঞ্জ কুইল এওয়ার্ড পাচ্ছেন দার্জিলিং জেলার নকশালবাড়ির লেখক শুভজিৎ বোস।ওই পর্বে ছিল সেরা কমেন্টস এর জন্য একটি ইভেন্ট। সেই বিভাগে নকশালবাড়ির নূর হোসেন মন্ডল গঠনমূলক এবং সাহিত্যের আঙ্গিকে কমেন্ট লেখার জন্য পুরস্কৃত হচ্ছেন। সামগ্রিক ভ্রমণ পর্বটিতে আদ্যন্ত সহযোগিতায় ছিলেন শুভদীপ রায়।শব্দ কথার সঞ্চালনায় ছিলেন সুশান্ত নন্দী।
Leave a Reply