বুধবার, ০৭ Jun ২০২৩, ০৯:১৮ অপরাহ্ন

আনিসুল হক এর কবিতা যদি কাউকে না বলিস

আনিসুল হক এর কবিতা যদি কাউকে না বলিস

আনিসুল হক এর কবিতা
যদি কাউকে না বলিস

যদি কাউকে না বলিস
তোকে একদিন দেখাতে নিয়ে যাবো
কাউকে বলবি না
আমি একটা সমুদ্র গড়ছি
একটু একটু করে
অনেকটা হয়ে গেছে খোড়াঁ।

একটা সমুদ্র গড়ছি
কাউকে বলবি না
সে সমুদ্রের মাঝখানে – ঠিক
মাঝখানে নয় অবশ্য –
একটা দ্বীপও থাকবে
আমি খোড়াঁর সময়
একটা জায়গা বাদ রাখছি,
দ্বীপ গড়া এতই সহজ –

যদি কাউকে না বলিস একদিন
তোকে ওই দ্বীপেও নিয়ে যাবো _
আমার সমুদ্রে জলের অভাব
হবে না
নীল জল সাদা ঢেউ
আর গাঙচিল জোগাড় হয়ে যাবে

এখনও আকাশ জোগাড়
করতে পারি নি
রোদেলা নীল আকাশ সাদা মেঘ
রাত্তিরে জোছনা
জোগাড় হলেই তোকে একদিন
নিয়ে যাবো

তুই কাউকে বলবি না –

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge