অনেক লাশের কবর
আতাউর রহমান
অনেক ক্ষতি হয়ে গেল
অনেক লাশের কবর!
পুরো বিশ্ব ক্ষত-বিক্ষত
করোনার করুণ খবর!
মরল কত বাঁচল কত
হলো কত আক্রান্ত?
মৃত্যুর খবর শুনতে শুনতে
জীবনটা খুব ক্লান্ত।
আকাশ বাতাস হয়েছে ভারী
স্বজন হারানোর কান্নায়
কর্ম নাই মেটানা ক্ষুধা
খালি পাতিল রান্নায়!
সহায় সম্বল সব ফুরালো
ভিক্ষাও জোটেনা পথে
সইতে পারি না বাঁচার কষ্ট
ঘুম আসে না রাতে।
চোখের জলে খোদাকে বলি
ওগো মালিক দয়াময়
আর কত কষ্ট দিবে মোদের
বিশ্বকে করো নিরাময়।
পরীক্ষা আর করো না মোদের
আমরা নিঃস্ব গোনাহগার
সকর পাপ মাফ করে খোদা
ঘুচিয়ে দাও এই আঁধার।
Leave a Reply