উপত্যকা
সোমের কৌমুদী
ধূসর পড়ন্ত প্রহর
ঢাল বেয়ে নেমে আসে
দ্রুতবেগে,
অহংকার।
পাহাড়
উপত্যকা
পাহাড়,
উঁচু-নিচু
বহমান নদী
উঁচু-নিচু।
ভেসে যায়
দুর বহুদূরে
কান্না-হাসি
স্রোতে,
জীবন নদীর শেষে
মোহনায় অপেক্ষায়
সাগর।
জন্ম
মরীচিকা
মৃত্যু,
পাহাড় চূড়ার দম্ভ
খসে পড়ে
ঢালের শিলা
নিমিষে চূর্ণ
মিশে যায় নদীর জলে।
অনন্তের আশে
প্রহরের অপেক্ষায় কাটে প্রহর।
Leave a Reply