শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৬:২৭ অপরাহ্ন

অনামিকা ফেরদৌস এর ৩টি কবিতা

অনামিকা ফেরদৌস এর ৩টি কবিতা

অনামিকা ফেরদৌস এর ৩টি কবিতা

১.বরষার বিকেল

বরষার বিকেল
চারদিকে নীরবতা
ভাবছি বসে একা
দুর থেকে যেন ভেসে আসেে
এক টুকরো ভালোবাসা;
নিরন্তর বেদনায় মনে জাগায় আশা।
কথা দিয়েছিল যে একদিন
থাকবে পাশে আজীবন
চলে গেছে সে, ভুলে গেছে তার কথা,
বেছে নিয়েছে সে , অন্য এক নতুন জীবন।
সহস্র বছর হয়ে গেল যেন,
দেখা হলো না তার সাথে
দেখা হলে বলতাম, আমার কথা
তার মনে কি আছে?
বদলে গেছ শুধু তুমি
আজ-
আমিতো আছি অগেরই মতো
ভুলে সকল লাজ!
ভয় নেই তোমার
তাতে তোমার নেই কোনো দায়;
চাইনে কিছু তোমার কাছে-
আজ আর কিছু দিতে পারবে
না আ-মা-য়!

২. খুঁজে বেড়াই

অন্তরে যখন বেদনা
থেকে থেকে বাজে-
তখনও আমি প্রকৃতির
রুপে মেতে উঠি আনন্দে।
খুঁজে বেড়াই-
যদি কোথাও একটু
থাকে শান্তি, এক চিলতে ভরসা।
খুঁজে বেড়াই-
নি;স্বার্থ বন্ধুদের ভালোবাসা;
শৈশবের নদীটা আর এতটুকু আশা।
খুঁজে বেড়াই-
হারানো মধুময় শৈশব
বাবার আদর, মায়ের আঁচল
ভাইবোনের খুনসুটি-
খুঁজে বেড়াই-
সেই যে পাখিটা ভোরবেলায়
ডাকত ডানা ঝটপটি।
খুঁজে বেড়াই-
অম্লমধুর কৈশোর,
সদ্য তারুন্যের আধফোঁটা প্রেম।
এনে দিতে পারো কেউ?
যা ফেলেছি হারিয়ে?
আমিও তবে তোমায়,
বন্ধু করে নিতে পারি হাত দুটি বাড়িয়ে!

৩. সন্ধ্যাতারা

সন্ধ্যার আকাশ আজ
সচ্ছ মেঘহীন
বন্ধু সন্ধ্যাতারা জলজল
করছে
বেশ কয়েকদিন পরে
দেখা তার সাথে
তাই আমার তৃষিত নয়ান।
বললুম তাকে
হে আমার চিরদিনের বন্ধু;
দেবে কি আমায় আকাশের খবর?
আমার বাবার সাথে দেখা হয়
কি তোমার? দেখা হলে বলো
পৃথিবীতে এখন হাহাকার আর কষ্টের
মধ্যে বসবাস!
বন্ধু সন্ধ্যাতারা
এনে দিতে পার এক টুকরো ভালোবাসার
আকাশ!
আমার বাবাকে বলো
তার মামনির যন্ত্রনার কথা
বেদনার নীল বিষে
যার জীবন গাঁথা।
কবে নিয়ে যাবে বাবা আমায়
তাঁর কাছে?
বলো বন্ধু সন্ধ্যাতারা-
তোমার মামনি প্রতিক্ষায় রয়েছে।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge