বুধবার, ০৭ Jun ২০২৩, ০৯:১২ অপরাহ্ন

মশা মারি পোন পোন করি-রেজাউল করিম মুকুল

মশা মারি পোন পোন করি-রেজাউল করিম মুকুল

মশা মারি পোন পোন করি
রেজাউল করিম মুকুল

এইযে মশা; রক্তচোষা
থাকিস ড্রেনে নর্দমায়,
বাধিয়ে দিলি মহামারী
মেয়রের যে চাকরি যায়।
বদ্যি-কবিরাজ মারলো ফেল
ঔষধেও করে না কাজ
ব্যাপারটা কি? ভেজাল নাকি,
দূর্নীতিবাজ খাটে জেল।
এইযে মশা নরমের জম; শক্তের তুই ভক্ত
আর কতো চাস গরীবের রক্ত,
আয়তো মদনের মা তালপাখা খান ধরি
এবার মশা মারি পোন পোন করি।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge