শ্যামশ্রী রায় কর্মকার এর দুটি কবিতা
১. মায়াবী জলের কুয়ো, ডাকো
স্টেশন পেরিয়ে গেলে কুয়োটি হারিয়ে ফেলি আমি
বটপাতা ভেসে থাকা জল
একটি অতল ডুব অপেক্ষা করে
সারাটা জীবন
যারা যারা কাছে যায়
রোজ জল তোলা ফেলা করে
তাদের কানের কাছে অতলের গান
কখনো বলে না কুয়ো
আড়াল বিছিয়ে রাখে, অভিমান রঙ
দূর থেকে মনে হয়, চাঁদ
ঝিকমিক করে গৃহজল
আত্মহননের মতো নিত্যচিন্তাগুলি জমে
সবুজে সবুজ লাগে কুয়োর দেওয়াল
২. ফোন কল
দূরে ছিলে, তবু যাতায়াত ছিল
এখন এতই দূরে, আসাযাওয়াটুকু উঠে গেছে
এখানে তো ঘর ছোট, ঘেঁষাঘেঁষি বাড়ি
দরজা জানলা এঁটে থাকা
তোমার নতুন ঘরে কত আলোহাওয়া
এখনো কি ভোরে উঠে ডাকাডাকি করো
কার কার ঘুম ভাঙে?
কার সাথে চা খাও, গল্পগাছা করো?
তুমি আর কোনোদিন ডাকবে না ভেবে
ঘুমাতে পারি না ভালো করে
যদি পার, ফিরে এসো বাবা
Leave a Reply