সুমন ঘোষ
অভিনব বিয়ে
বিবাহ এখন মহাসংকটে পান সুপারি অতীত,
বরণ ডালায় বরণীয় মাস্ক স্যানিটাইজার কিংবা ওই গ্লাভস্।
নইলে নাকি মন্ত্র পরায় নাকচ করবেন সাফ বলেছেন পুরোহিত।
বুঝলেন কিনা?
মানতে হবে কোভিড – বিধি,
তবেই হবে বিয়ে,
প্যান্ডেল জুড়ে নিয়মাবলী, সামাজিক দূরত্ব মানার পোস্টার দেখো গিয়ে।
এ বিষয়ে সচেতন পাত্র-পাত্রী এমনকি পরিবার,
বরযাত্রী থেকে নিমন্ত্রিত সবারই মুখ ভার।
লাগছে গরম,মুখে মাস্ক,
তবু স্যানিটাইজার মাখো; গ্রাম ছাড়িয়ে শহর তলি এমনকি গোটা দেশ,
বলছে সবাই এক বাক্যে এ কেমন বিয়ে!
সাক্ষী রইল এই অভিনত্বের গোবিন্দপুরের গলায়দড়ি বটতলা।
সেটা কোথায়?
জানো না বুঝি,
ধৈর্য্য ধর বলছি এক্ষুণি।
নয় তো কোনো কল্পনীয় দেশ,
বিবাহ অনুষ্ঠান সম্পন্ন আমাদের নদীয়ায়।
Leave a Reply