প্রেমময়
বিশ্বজিৎ কর
আমি তোমাকে একমুঠো ভোরের আলো দেব-
তুমি আমাকে মিষ্টি রোদ্দুর দিও!
সেই রোদ্দুরমাখা আঙিনায় তুমি শিহরিত হবে –
কামনার বাঁধনছাড়া মোহময়তায়!
তুমি আদুরে হয়ে,
লাগামছাড়া ভালবাসায় আমাকে জড়িয়ে ধরবে-
আমি ঘনিষ্ঠতার সুবাসে মোহিত হয়ে গুনগুন করব,
“চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর… “
Leave a Reply