বর্ষার দিনে করোনা
এম. তামজীদ হোসাইন
বর্ষার অঝোর বৃষ্টি ধারা
দিনের ক্লান্তি শেষে শ্রমিকেরা
বাড়ি ফিরে খালি হাতে
কি আর খাবে রাতে?
প্রভাতে ঘুম ঘুম চোখে
আনচান আনচান করে বুকে
কামকাজ নেই হাটবাজারে
দিন কাটে মাটির ঘরে
দিনকাল দেখছি পাল্টে গেছে
করোনা চারদিকে আঘাত করছে
বর্ষার দিনে এখন বৃষ্টি নেই
তবুও নাকি শ্রমিকের কাজ নেই
সবখানে দোকানপাট সব বন্ধ
নিয়মবিধি মানতে সবাই বাধ্য
বাজার-সদাই হয় সময় বেঁধে
রাঁধুনি ক্লান্ত ঘরে রেঁধে রেঁধে
Leave a Reply