মন ভাল নেই
মোস্তফা ইমরুল কায়েস
মন ভালো নেই আজ
তপ্ত রোদের মাঝে
স্বপ্নরা চোখের কোনো
শুধুই কেন বাজে?
মন ভালো নেই আজ
হয়নি সকাল বলে
মানবতাও হচ্ছে উধাও
মননটাকে জ্বলে।
মন ভালো নেই আজ
শুনবো কবে প্রভাতেরী গান
শুনবো কবে মায়ায় ভরা
ডালে বসা বুলবুলিটার গান।
মন ভালো নেই আজ
বইছে যেনো শোকের উৎসব
রঙ ভরা দুনিয়া জুড়ে
নেই যে কারো কলরব।
মন ভালো নেই আজ
কাঁদে বনের যতো টিয়া
চোখ মুছে যায় ঘুঘু
বনের চিরল পাতা দিয়া।
মন ভালো নেই আজ
থমকে গেছে নবান্নের উৎসব
পাড়ায় পাড়ায় ঘরে ঘরে
নেই পিঠা পুলির কলরব।
থমকে গেছে বন বনানী
বনের ওই গোলাপ রাঙ্গা ঠোঁট
ভাবতে গেলে চোখ ভিজে যায়
মারে কলিজাটাতে চোট।
দেখবো কবে আবার
আমার প্রিয় মায়ের মুখ
দেখবো কবে চোখ জুড়িয়ে
দুকূল ভরা বানের নদী
উছলে ওঠা সুখ।
Leave a Reply