তুমি
অয়নাংশু দাস
তুমি মানে ভোরের আলোয়
একটু স্মৃতির ছোঁয়া।
তুমি মানে দুখের মাঝেও
কিয়ৎ খুশির ধোঁয়া।
তুমি মানে মুক্ত আকাশ
স্নিগ্ধ আলোর দৃষ্টি।
তুমি মানে মনমরুতে
নিষ্পাপ প্রেমের বৃষ্টি।
তুমি মানে গোধূলি বেলার
জ্বালানো সাঁঝবাতি।
তুমি মানে সুন্দর দিন
স্বপ্ন মাখা রাতি।
তুমি মানে কাজের ফাঁকে
একটু পাগলামি।
তুমি মানে আমার অবয়ব
হারানো সেই আমি।
তুমি মানে ধূসর বিকেল
ঈশান কোণের মেঘ।
তুমি মানে স্বপ্নমাখা
মনেরই আবেগ।
তুমি মানে স্মৃতির ক্যানভাসে
তুলির শেষ টান।
তুমি মানে আমার বুকের
জমিয়ে রাখা গান।
তুমি মানে অতীত জুড়ে
অমূল্য স্মৃতির ভাষা।
তুমি মানে আমার মনের
লুকোনো ভালোবাসা।
তুমি মানে রাতের তারা
নীল আকাশের গায়।
তুমি মানে সেই শৈশব
যা আজ লুপ্তপ্রায়।
তুমি মানে বাঁশিতে ওঠা
অভিমানের সুর।
তুমি মানে সুখের তরী
পাড়ি দিয়েছে সুদূর।
তুমি মানে শান্ত শহর
নিশি ঝিঁঝির ডাক।
তুমি মানে না বলা কথা
চেয়ে থাকা নির্বাক।
তুমি মানে পাল্টে যাওয়া
সেই মানুষের খোঁজ।
তুমি মানে বয়ে চলা
ব্যর্থ সম্পর্কের বোঝ।
তুমি মানে সেই দিনগুলি
ফিরবেনা আর যারা।
চারিদিক শূন্য ডাকছি তোমায়
জানি তুমি দেবেনা সাড়া।
Leave a Reply